মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি
গলাচিপায় মহিষের সিংহের আঘাতে কৃষক মনির হোসেন (৫০) মারা গেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মঙ্গলবার সকাল ৭ঘটিকার সময়। মনির হোসেন গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের স্কানদার চকিদারের ছেলে।
জানা গেছে, পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমর হাট থেকে মনির হোসেন ২লাখ ৪৫হাজার টাকা দিয়ে সোমবার একটি মহিষ ক্রয় করে। মহিষটি মঙ্গলবার সকাল ৭ঘটিকার সময় নিজ বাড়ীর উত্তর পাশে ঘাস খাওয়াইতে নিয়ে গেলে মহিষটি সিং দিয়ে মনির হোসেনকে এলোপাতারি কোপাতে থাকে। স্থানীয় লোকজন এ ঘটনা দেখে তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার গাজীর বন্দরে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শেরে- ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু ঘটে । গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের ইউপি সদস্য আকন মো: আবু সাইয়েদ এ তথ্যটি জানিয়েছেন।
এ ব্যাপারে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো: নাসির উদ্দিন জানান, মনির হোসেন নামের এক ব্যাক্তি মহিষের সিংহের আঘাতে মারা গিয়েছে ।
Leave a Reply