সেলিম মাহবুব,সিলেটঃ
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পল্লীতে শরীফ উদ্দিন (২৪) নামে এক যুবক গাছের সাথে ফাঁস লেগে আত্মহত্যা করেছে। করছ গাছের ডালের সাথে রশি গলায় ঝুলন্ত শরীফ আহমেদ(২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। শরীফ হোসেন দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাও ইউনিয়নের রাধানগর গ্রামের আবু কালামের পুত্র।
শুক্রবার (১৫ মার্চ ) সকালে দোয়ারা উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের রাধানগর গ্রামের একটি করছ গাছের ডালের সাথে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তবে কি কারণে সে গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করেছে তার কোন কারণ জানাতে পারেনি আত্মহণনকারী শরীফ আহমদের পরিবার।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শরীফ নামের ওই যুবকের গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালের সাথে ঝুলতে দেখা যায়। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।
Leave a Reply