নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বাশবাড়ী পূর্বপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন আলীর ছেলে শাহাদাৎ হোসেন আব্দুল্লাহ(২৬)কে গত শনিবার ৯মার্চ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বাঁশবাড়ী এলাকায় মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের অনুষ্ঠান চলাকালীন পূর্ব শত্রুতার জেড়ে শহিদুল ইসলাম শহিদ এর সাথে আব্দুল্লাহ’র নামের যুবকের কথা কাটা কাটি হয়।এর কিছুক্ষণ পরে শহিদুল ইসলাম শহিদ ও তার ছেলে এহসানুল দেশীয় দাঁড়ালো ছুরি এবং ডেগার দিয়ে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে করলে, আব্দুল্লাহ’র ডাক চিৎকারে আশেপাশের লোক জন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্হানীয় লোকজনের সহযোগিতায় আব্দুল্লাহ’কে প্রথমে উপজেলার মাওনা আল হেরা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।আল হেরা হাসপাতালের চিকিৎসকরা তার অবস্থা আশংকা জনক দেখে, উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম শহিদ ও সহযোগী তার ছেলে এহসানুল গত ১৪মার্চ বৃহস্পতিবার রাজধানীর আব্দুল্লাহপুরের আটিপাড়া থেকে র্য্যাবের হাতে আটক হয়।এবং র্য্যারের জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ হত্যা মামলার কথা স্বীকার করে।
আজ শনিবার ১৬মার্চ ২০২৪ইং সকাল ১০ ঘটিকায় এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের ছাএ-ছাত্রীরা আব্দুল্লাহ কে ছুরিকাঘাতে হত্যা কারী শহিদুল ইসলাম শহিদ ও তার ছেলে এহসানুল হক সহ উক্ত হত্যার সাথে যারা জড়িত সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করে।
এলাকাবাসী আরোও জানায় শহিদুল ইসলাম শহিদ ও তার ছেলে এহসানুল দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত।
উক্ত মানববন্ধনে এলাকার প্রায় পাঁচ শতাধিক মহিলা,পুরুষ ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।
উক্ত মানববন্ধনে অপরাধীদের ফাঁসি দাবিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, জাতীয় শ্রমিক লীগ নেতা মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা জেমস্ সোহেল,সেচ্ছাসেবক লীগ নেতা, শেখ মাসুদ পারভেজ জুয়েল,প্রমুখ।
এই সময় নিহত আব্দুল্লাহ’র বাবা,বোন ও ভাগনী প্রশাসন সহ গাজীপুর-৩আসনের মাননীয় সাংসদ অধ্যাপিকা রুমানা আলী টুসি’র দৃষ্টি আকর্ষণ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেন।এই সময় স্কুলের কোমলমতি শিশুদের মুখে একটাই স্লোগান আব্দুল্লাহ হত্যা কারীদের ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই।
Leave a Reply