মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মোঃ শাহাবুদ্দিন সিকদার( ৫৫) মারধরের স্বীকার ও গুরুতর যখম হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
জানা যায়, শাহাবুদ্দিন সিকদার
কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিকদার বাড়ীর বাসিন্দা সে একজন দীন মজুর হিসেবে কাঠ মিস্তিরির কাজ করেন। তার এলাকায় অন্য মানুষের সাথে জলিল মৃধা ও তার ভাইদের মধ্যে ৬ মাস আগে
বিরোধ চলিয়া আসতেছে, তো সেখানে শালিশ দার হিসেবে শাহাবুদ্দিন সিকদার ছিল, তাই
গত রোববার রাত আনুমানিক ৮টার সময় কলাগাছিয়া বাজারে
মধ্যে জলিল মৃধা, খলিল মৃধা, রেজাউল,তাইরান ও তাদের সহযোগীরা দলবদ্ধ হয়ে শাহাবুদ্দিন সিকদার এর উপর অতর্কিত হামলা চালায় এবং তার গায়ে জামা কাপড় ছিড়ে ফেলে ও পিটিয়ে তাঁর ডান হাত ভেঙে দেয়, সে মারধরের স্বীকার ও গুরুতর যখম হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শাহাবুদ্দিন সিকদার সাক্ষাৎ কারে বলেন যে- আমার কি অপরাধ ছিল, আমাকে ওরা ৬ থেকে ৭ জন মিলে মারলো এবং মেরে আমায় গুরুতর যখম করে, আমার ডান হাত ভেঙে দিল, আমি আওয়ামী লীগ করি,
সেটাই কি আমার অপরাধ, আমি গরিব মানুষ, দিন মজুরি কাজ করি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ভালবাসি এটাই কি আমার অপরাধ, আমায় একা পেয়ে ওরা আমার উপর অতর্কিত হামলা করে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জলিল মৃধা, খলিল মৃধা, রেজাউল ও তাদের সহযোগীদের বিচারের দাবি জানাচ্ছি।
ঘটনা সুএে জানা যায়, গলাচিপা থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ভিকটিমদের নিজ বসত বাড়ি একই এলাকায় জলিল মৃধা গংদের বাড়ি,তারা রামদা, লোহার রড,লাঠি সোটা দিয়ে অতর্কিত হামলা করে খুনের উদ্দেশ্যে মারপিট করিয়া ডান হাত ভেঙে গুরুতর যখম করে এবং স্বর্নের আংটি ও নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় এই কুখ্যাত সন্ত্রাসী বাহীনির দল। পরে আহত শাহাবুদ্দিন সিকদারের ডাক চিৎকার শুনিয়া স্থানীয় এলাকার লোকজন এলে তারা
পালিয়ে যায়, অবস্থা আশংকাজনক দেখে স্থানীয় লোকজন এর সহায়তায়
চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
পরে এ ব্যপারে গলাচিপা উপজেলা থানায় একটি মামলা করবেন বলে জানান।
এছাড়াও উক্ত ঘটনার
বিবরণে জানা যায় এরা অত্যান্ত খারাপ ও সন্ত্রাসী কার্যকলাপ অএ এলাকায় করে বেড়ায়, এদের জন্য এলাকায় অশান্তি বিরাজমান এরা চাদাঁ বাজি, গাঁজা সেবন সহ বিভিন্ন কর্মকাণ্ড
করে বেড়ায়, এদের জন্য সাধারণ মানুষ খুব অতিষ্ঠ।
তাই অএ এলাকার লোকজন ও মুরুব্বিদের সবার একটাই দাবি প্রশাসনের ও মিডিয়ার কাছে, এদের কে দ্রুত এরেস্ট করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ।
তারা সরকারের কাছে, মিডিয়ার মারফতে এই কুখ্যাত সন্ত্রাসীদের হাত থেকে এলাকার লোকজন মুক্তি চায়,এবং বিচারের জন্য জোর দাবি জানান এলাকা বাসির জনগণ।
Leave a Reply