সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতক সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক মুহিবুল হক অদ্য রবিবার ১৭ মার্চ (৬ রমজান) রাত ১১ ঘটিকার সময় সিলেটের জালালাবাদ রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুম মহিবুল হক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের বাসিন্দা ও মরহুম সুরত মিয়ার পুত্র। ছাতক সাব রেজিষ্ট্রার অফিসের একজন স্বনামধন্য দলিল লিখক তিনি। উপজেলা দলিল লিখক সমিতির কোষাধ্যক্ষ ছিলেন মরহুম মুহিবুর হক। মরহুমের জানাযার সময় পরবর্তীতে জানানো হবে। আল্লাহ রাব্বুল আল আমিন যেন মুহিবু হককে বেহেস্থ দান করেন।
Leave a Reply