সেলিম মাহবুব,সিলেটঃ
সুনামগঞ্জ জেলার ছাতকের ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামে মণিপুরী সম্প্রাদয়ের ৬১তম বসন্ত রাস উৎসব আগামী ২৯ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাস লীলা উদযাপন কমিটির উদ্যোগে বসন্ত রাস উৎসব ধনীটিলা মন্দিরে অনুষ্ঠিত হবে। উৎসব অনুষ্ঠানে রয়েছে বিকেল ২টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০ ঘটিকা হইতে ভোর ঊষালগ্ন পর্যন্ত শ্রী কৃষ্ণের বসন্ত রাসলীলা। এর মধ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধনীটিলা মাঠে এবং রাস উৎসব ধনীটিলা শ্রী শ্রী চৈতণ্য মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠিত হবে বলে আমন্ত্রণপত্র সুত্রে জানা গেছে। রাসলীলা অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যেই চলছে সকল ধরনের প্রস্তুতি। গত ক’দিন ধরে ব্যাপক প্রস্তুতি নিয়ে দিনরাত কাজ করছেন আয়োজক কমিটি। আয়োজক কমিটির লোকজন জানিয়েছেন প্রতিদিনই বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করেছেন মণিপুরী অধ্যুষিত গ্রাম ধনীটিলা, রতনপুর ও রাসনগরের লোকজন। রাসলীলায় শ্রীকৃষ্ণ ভক্ত ও পূণ্যার্থী দের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন শ্রী শ্রী কৃষ্ণ বসন্ত রাসলীলা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার সিংহ। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক, সম্মানিত অতিথি হিসেবে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডঃ আসাদুজ্জামান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরো চিফ সংগ্রাম সিংহকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজন কমিটির সাধারন সম্পাদক ও বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন সিংহ জানান, আমন্ত্রিত অতিথি মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ আমন্ত্রিত সকল অতিথি উৎসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
Leave a Reply