সেলিম মাহবুব,সিলেটঃ
সিলেট -তামাবিল মহাসড়কে আবারো দূর্ঘটনা৷ এবার দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মেরে দূর্ঘটনার শিকার যাত্রীবাহী এক লেগুনা। এতে চালক সহ পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (২১শে মার্চ) রাত ৮:০০ ঘটিকায় তামাবিল মহাসড়কের (হরিপুর) করিচেরপুল সংলগ্ন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। এ সময় দরবস্ত নয়াবাজার গর্দ্দনা এলাকা থেকে ছেড়ে আসা একটি লেগুনা করিচেরপুল পার হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ( ঢাকা মেট্রো -ট – ১৪-২১০৭) এর পিছনে ধাক্কা দেয়। এসময় লেগুনাতে থাকা চালক সহ পাঁচজন আহত হয়। আহত দের স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত উত্তর কান্জর গ্রামের আলী হোসেন (১৭), হাজারী সেন গ্রামের তুহিন (১৬) মুটকুন্জা গ্রামের রায়হান (১৬) ও ছোটারীসেন গ্রামের আবু হোসেন (২৫)। তারা সকলেই জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হাজারীসেন গ্রামের মৃত রিয়াজ উল্লার ছেলে আলমগীর হোসেন(২৫)কে।
Leave a Reply