সেলিম মাহবুব,সিলেটঃ
জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুনামগঞ্জের ধর্মপাশায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটা
বিদ্ধ হয়ে ৩ নারীসহ কমপক্ষে ৪০ জন গুরুতর আহত হয়েছে। টেটাবিদ্ধ আহত ২১জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে স্বরস্বতীপুর গ্রামের গোলাম মৌলা পক্ষের ১৮ জন এবং শামসু মিয়া পক্ষের ৩ জন লোক রয়েছে। শনিবার দুপুরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরশ্বতীপুর গ্রামের শামসু মিয়া ও গোলাম মৌলা পক্ষের লোকজনের বাড়ি-ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লাটিসোটা ও টেঁটাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বরশ্বতীপুর গ্রামের গোলাম মৌলাসহ তাঁর পক্ষের লোকজনের সাথে একই গ্রামের শামসু মিয়া ও তাঁর লোকজনের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। শামসু মিয়ার পক্ষের গাউস মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে বাড়ির পাশের বেরী বাঁধের উপর দিয়ে যাওয়া-আসা করতে বাধা দেয় গোলাম মৌলার পক্ষের মতি মিয়া ও মানিক মিয়া এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনার সুত্রপাত ঘটে। দুই দিনে দফায়- দফায় সংঘর্ষ হয়েছে উভয় পক্ষের মধ্যে। এতে নারীসহ উভয় পক্ষের ৪০ জন লোক গুরুতর আহত হন। এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। উভয় পক্ষের বাড়ি থেকে মারামারির ঘটনায় ব্যবহৃত টেঁটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Leave a Reply