শাহরিয়ার শাকিল, ষ্টাফ রিপোর্টার
জেলার বড়লেখায় আসছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।মাইজপাড়া মসজিদ সংলগ্ন মাঠে মাইজপাড়া যুব কল্যান সমিতির বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি রাত ১১ টায় বয়ান পেশ করবেন।
সোমবার (২৫ মার্চ) বাদ মাখরিব হতে আয়োজিত ওয়াজ মাহফিলে দেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, বুজুর্গানে দীন ও ইসলামি চিন্তাবিদগন বয়ান করবেন বলে জানা গেছে।
এছাড়াও তেলাওয়াত, ইসলামি সংগীত, গজল, হামদেনাথ পরিবেশন করবেন একঝাক তরুণ হাফেজ ও ইসলামি সংঙ্গীত শিল্পীবৃন্দ।
তাফসীরুল কোরআন মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে বিভিন্ন অনলাইন চ্যানেলে।
মাইজপাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি খালেদ আহমদ জানান ইতিমধ্যে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল যথা সময়ে বার্ষীক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, বরাবরের মতো এবারো আশেপাশের উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক সমাগমের আশংকা করা যাচ্ছে। সেজন্য মাহফিল পরিচালনা কমিটি যানবাহনের পার্কিংসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় তিনি এ মহতি বার্ষীক ওয়াজ মাহফিলে সবান্ধবে যোগদান ও দোয়ায় শামিল হতে তৌহিদী জনতাকে আহবান জানিয়েছেন।
উল্লেখ্য যে,উক্ত ওয়াজ মাহফিলে আপনারা বড়লেখা সদর থেকে পৌরসভা রাস্তায় ডুকে অথবা ভূমি অফিসের রাস্তা দিয়ে ডুকে হাফ কিলোমিটার সামনে গেলেই মাহফিল স্হল পেয়ে যাবেন।
Leave a Reply