সেলিম মাহবুব,সিলেট:
ছাতকের নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল ও জামেয়া ওমর বিন খাত্তাব (রাঃ) মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার লক্ষিবাউর জামেয়া ওমর বিন খাত্তাব (রাঃ) মাদ্রাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল ছত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন খানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফিজ ফুজায়েল আহমেদ। মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক আমেরিকা প্রবাসী কামাল হুসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৌদি আরব প্রবাসী সাহেদ আহমেদ, অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আদনান কাওসার রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জিয়াউর রহমান, সুনাইত্তা গ্রামের সৌদি আরব প্রবাসী মামুন আহমেদ, বন্দুয়া বাড়ি গ্রামের সৌদি আরব প্রবাসী সোহাগ আহমেদ, উপদেষ্টা
শাহাবুদ্দিন, সিলেট থেকে আগত রজব আলী, তানবীর আহমেদ, ফাহিম আহমেদ, জামিল আহমেদ, পারভেজ আহমেদ। এলাকার সুহেল আহমেদ, ইসলাম উদ্দিন, জুবায়ের তানবীর, বুরহান উদ্দিন, আব্দুল মজিদ প্রমুখ। বক্তারা বলেন এ সংগঠনের উদ্যোগে প্রতি বছর এতিম ছাত্রদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়ে থাকে।এটি একটি মহৎ কাজ। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এতিম ছাত্রদের সহযোগিতা ও পাশে থাকার জন্য এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান তারা। আমেরিকা প্রবাসী কামাল হুসেন তার বক্তব্যে মাদ্রাসা-মসজিদের অবশিষ্ট ফ্যান দেয়ার ঘোষণা দিয়েছেন। মাদ্রাসার মুহতামীম কাজী মাওলানা ইসলাম উদ্দিনের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি করা হয়েছে।
Leave a Reply