মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে অবৈধভাবে পুকুর খনন করতে গিয়ে বিবাদে এক্সকাভেটে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ৩ এপ্রিল রাত ১১ টার দিকে নাটোর সদরের পাইকোরদল এলাকায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরেই নাটোর শহরের কানাইখালী মহল্লার জনৈক্ আফজাল হোসেন পাইকোরদল এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে আসছিলেন । এতে শহরের অন্য ক্যাডাররা সেখান থেকে চাঁদা নিতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এতে একদিন গোলাগুলির ঘটনাও ঘটে। কিন্তু আজ রাতে ১১ টার দিকে কে বা কারা পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সকাভেটর(ভেকু) মেশিনে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে।
এ বিষয়ে পুকুর খননকারী আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত রায়হান জানান, আজ রাত এগারোটার দিকে নাটোর সদর থানাধীন পাইকোরদল এলাকায় এক্সকাভেটর মেশিনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply