মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
ক্রীড়াঙ্গনের উন্নয়ন শেখ হাসিনার দর্শন এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শংকর গোবিন্দ ষ্টেডিয়ামে এসে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক
আবু নাছের ভুঞার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান ,পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি উমা চৌধুরি জলি, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান আলমগীর সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত। আলোচনা সভা শেষে ১১ জন খেলোয়ার কে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply