সৈয়দ মুনিরুল হক নোবেল:
ইসলামপুরে মাদকবিরোধী অভিযানে মাদকব্যবসায়ী জাহাঙ্গীরের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত তথ্যদাতা হুমায়ূন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে ৩৮ পুরিয়া হেরোইন ও অত্যাধুনিক সুইচগিয়ার স্টীলের চাকুসহ আসামী জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের আভিযানিক টিম।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের একটি আভিযানিক টিম সোমবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার ইসলামপুর থানাধীন ফুলকার চর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ফুলকারচর গ্রামের জনৈক মৃত আজিজুল হকের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৫) কে হেরোইনসহ গ্রেফতার করার সময় তথ্যদাতা মোঃ হুমায়ুন (৪৫)কে বুকের বাম পাশে অত্যাধুনিক স্টিলের সুইচগিয়ার চাকু দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদকব্যবসায়ী জাহাঙ্গীর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের আভিযানিক টিম ৪গ্রাম হেরোইন ও ধারালো সুইচগিয়ার চাকুসহ মাদকব্যবসায়ী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। অন্যদিকে
মারাত্মক ছুরিকাহত হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসার জন্য ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ ফাহিম ছুরিকাহত হুমায়ুনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে ছুরিকাহত হুমায়ুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এদিকে আসামী জাহাঙ্গীরের কাছে থাকা ৪গ্রাম হেরোইন ও একটি কালো রঙ্গের স্টিলের অত্যাধুনিক সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয় এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণহ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের পরির্দশক মোঃ এনামুল হক বাদী হয়ে ইসলামপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
Leave a Reply