কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মা-বাবার শূন্যতা দূর করতে বৃদ্ধাশ্রমে ঈদ উপহার নিয়ে গেলেন শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজ বন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন।
রবিবার( ৭ এপ্রিল) বিকেলে কাপাসিয়া উপজেলা টোক বীর উজলী আব্দুল আলীম বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধদের মাঝে ঈদ উপলক্ষে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানবতার ঘর টোক এর প্রতিষ্ঠাতা শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিন, কবি আফিয়া রুবি, শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পাঠান ,বীরউজলী মডেল একাডেমি পরিচালক মোঃ আশরাফুল আলম আসাদ, আলনূর চক্ষু হাসপাতালে ফার্মাসিস্ট মোঃ এমারত হোসেন সাংবাদিক মোঃ আকরাম হোসাইন হিরন প্রমুখ।
সমাজবন্ধু ইকবাল বলেন” আমার বাবা-মা দুজনেই মারা গেছেন অনেক আগে তাদের শূন্যতা দূর করতে বৃদ্ধাশ্রমে ছুটে আসছি। বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মাদের মাঝে আমার মৃত বাবা মাকে খুজে পাই । তিনি আরো বলেন পরিবার থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে থাকা বাবা মারা বড় অসহায় । তাদের অসহায়ত্ব দূর করতে এবং খোঁজখবর নিতে আমি এখানে প্রতি ঈদে আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসি ।কোন বাবা-মা যেন বৃদ্ধাশ্রমে শেষ ঠিকানা যেন না হয় আবেগ আপ্লুত হয়ে সমাজবন্ধু ইকবাল সকল সন্তানদের প্রতি এই আহ্বান জানান ।
Leave a Reply