সেলিম মাহবুব,সিলেট:
সিলেটের কোম্পানীগঞ্জ-কাঠালবাড়ী রাস্তার পাশের একটি খাল থেকে বাবুল ইসলাম বাবলু (৪৮) নামের একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তি উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬ টায় কাঠালবাড়ী রাস্তার থ্রি-স্টার মিলের পাশ থেকে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন তার লাশ উদ্ধার করে। এদিকে বাবুল ইসলামের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায়। মোটরসাইকেলের সামনের ও পেছনের বেশ কিছু অংশ ভাঙ্গা এবং তার মাথায় জখম ও পা ভাঙ্গা অবস্থায় গাছের পাশে খালে তার লা*শ পানিতে পাওয়া যায়।
পরিবারের দাবি-কেউ পরিকল্পিত ভাবে বাবুলকে হত্যা করেছে। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নবকুমার সিংহ জানান, সকাল সাড়ে ৬ টায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করি। প্রাথমিক ভাবে দেখে মনে হয়েছে এটি দুর্ঘটনা। কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো বলা যাচ্ছে না দুর্ঘটনা নাকি হত্যা। লাশের সুরতহাল প্রতিবেদন করে পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply