সেলিম মাহবুব,সিলেট:
জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ-৫,আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক-দোয়ারাবাজার আসনের মানুষের ভালোবাসায় আমি বার-বার সিক্ত হয়েছি। এ আসনের মানুষ আমাকে ভালবাসেন বলেই আমি একবার উপজেলা চেয়ারম্যান ও ৫ বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। বাউসা এলাকার মানুষের সাথে আমার ছোট বেলা থেকে সুসম্পর্ক রয়েছে। এই এলাকার মানুষ আমাকে খুব ভাল বাসেন। ফলে প্রতিটি নির্বাচনে এলাকার কেন্দ্র গুলোতে আমি বিপুল ভোটে বিজয়ী হই। আমি এই এলাকার মানুষের কাছে চিরঋণী। বাউসা-বড়বাড়ি সহ পঞ্চগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভুমিকা থাকবে আমার। পঞ্চগ্রামের রাস্তা পাকাকরণ সহ নদী ভাঙ্গনের কবল থেকে বাউসা-কেশব পুর গ্রাম রক্ষা ও ফসলী জমি রক্ষা করণের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করে তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ছাতক-দোয়ারার মানুষের কল্যাণে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। আপনাদের নদী ভাঙ্গন রোধের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলে খালি হাতে তিনি ফিরিয়ে দেবেন না।
রবিবার বিকেলে ছাতক সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠে বাউসা পঞ্চগ্রাম এলাকাবাসীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মুহিবুর রহমান মানিক এমপিকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন আলাল মাষ্টারের সভাপতিত্বে ও মাষ্টার সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক ডিগ্রি কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম বাবুল, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, দোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজি আনোয়ার মিয়া আনু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, নজমুল হোসেন, রঞ্জন কুমার দাস, সাবেক মেম্বার আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, মকসদুল হাসান আতর, কৃষক লীগ নেতা এমএ কাদির প্রমুখ। সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান,
আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, বশির উদ্দিন, জয়নাল আবেদীন, সফিক মিয়া, প্রবাসী ছমির উদ্দিন, আব্দুল মালিক, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, যুবলীগ নেতা কুহিন চৌধুরী, আব্দুল গাফফার, আলা উদ্দিন,খলিলুর রহমান, ইউপি সদস্য সমরুজ আলী, আবু খালেদ, আলী হোসেন
আব্দুস শহিদ, সাবেক মেম্বার মুহিবুর রহমান, স্থানীয় মজলিস মিয়া, হায়াতুল ইসলাম, আকবর আলী, উকিল আলী, সোহেল আহমদ, নিশি রঞ্জন দাস, হাফেজ আবুল কালাম, আমিরুল ইসলাম, লায়েক মিয়া, আনু মিয়া, তারিকুল ইসলাম,কয়েছ মিয়া, ইসরাইল আলী, জয়নাল মিয়া, দৌলত মিয়া, হিরণ মিয়া, দেলোয়ার হোসেন খান, সেলিম আহমেদ, ইকবাল হোসেন, সুকেশ রঞ্জন দাস, সোহাগ আহমেদ, মিজানুর রহমান, শফিকুল ইসলাম জহুর উদ্দিন, আব্দুল কাইয়ুম, মাফিজ আলী, নুরুল হক, এমাদ উদ্দিন, সাদিক মিয়া, অজয় কুমার দাস, তাজ উদ্দিন, অঞ্জন কুমার দাস, হেলাল মিয়া সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply