গাজীপুর জেলা প্রতিনিধিঃ
ঘটনাটি গত ১১এপিল উপজেলার কেওয়া পশ্চিম খন্ড দারগারচালা গ্রামে।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড দারগারচালা গ্রামের লসকর আলীর সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে এমনকি পারিবারিক ভাবে শত্রুতা রয়েছে। জানাগেছে একই গ্রামের জহিরুল, কাওসার,বিল্লাল,রিদয়,সোলমান,রমজান,সাপু,তানভির, মনুর,মাসুদ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত।
গত ১১এপ্রিল তুচ্ছ বিষয় কে কেন্দ্র করে আমার বাড়িতে পূর্ব পরিকল্পনা ভাবে তাহারা হামলা করে,এই সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে যোগসাজোসে দা, লাঠি, লোহার রড নিয়া আমার বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমার বাড়ীর থাই গ্লাস, গ্রিল, দরজা, জানালা, টিনের বেড়া, টিনের গেইট ভাংচুর করিয়া ও কোপাইয়া কাটিয়া অনুমান ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এই সময় লসকর আলীর বলেন,
পরক্ষনে আমার নাতী সেলিম এর ব্যবহৃত একটি iphon 14 pro মডেলের মোবাইল ঘরে থাকা চার্জ হইতে নিয়া যাইয়া ৩নং বিবাদী মাটিতে আচাড় দিয়া ভাঙ্গীয়া অনুমান ১ লক্ষ ২১ হাজার ৯০০ শত টাকার ক্ষতি সাধন করে। উক্ত সময়ে আমি ও আমার নাতী শুভ মেয়ে শিউলী ও নাতী আছফি বাধা নিষেধ দিলে বিবাদীগন আমাদেরকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মারিয়া নিলাফুলা জখম করে।
আমাদের ডাকচিৎকারে আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন খুন জখমের হুমকি ধামকি দিয়া চলিয়া যায়। পরে আমি কোন উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ তে ফোন করিলে থানা পুলিশ ঘটনা তদন্ত করে।
পুলিশ ঘটনা স্হলে আসার আগে হামলা কারীরা লসকর আলীকে হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই বিষয়ে লশকর আলী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply