সেলিম মাহবুব,সিলেট:
দোয়ারাবাজার উপজেলার হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নস্থ হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে চাকা প্রতীকে ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন ভুইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক মাষ্টার চেয়ার প্রতীকে পেয়েছেন ২০৩ ভোট। কোষাধ্যক্ষ পদে আনারস প্রতীকে ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলম মিয়া । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান মাছ প্রতীকে পেয়েছেন ১৫৪ ভোট। এ সমিতির মোট ভোটার সংখ্যা ৬২৬ টি এর মধ্যে ভোট কাষ্ট হয়েছে ৫৩৬ টি। নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এর আগে নির্বাচন কমিশন সহ সভাপতি পদে নুরুন্নবী, সাধারণ সম্পাদক পদে ডাবাবুল এবং নির্বাহী সদস্য পদে সেলিম টেইলার, আজগর আলী, খলিল মিয়া, আব্দুল মান্নান, লাভলী, নাছিমা আক্তার ও সোনাবানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
Leave a Reply