সেলিম মাহবুব,সিলেট:
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় কর্তৃক আয়োজিত মঙ্গলবার অনুষ্টিত সিলেট রেঞ্জের জানুয়ারী-মার্চ/২০২৪খ্রিঃ সময়ের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ অফিসারদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জন কারী পুলিশ সদস্যদের মধ্যে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম। মামলা নিস্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও চোরাচালান বন্ধ সহ বিভিন্ন ক্যাটাগরীতে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন ছাতক থানার পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলম। তার হাতে পুরস্কার ও সনদ তুলে দিলেন, সিলেট রেঞ্জের ডি আই জি শাহ মিজান শফিউর রহমান, বিপিএম(বার) পিপিএম। সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত হওয়ায় ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমকে থানার সকল অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply