সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন ভিপি আওলাদ আলী রেজা মনোনয়ন পত্র দাখিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তিনি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাহী কর্মকর্তার প্রতি আহবান জানান। তিনি আরও বলেন দলমত নির্বিশেষে আগামী ২৯ শে এপ্রিল তাকে ভোট দিয়ে একটি স্মার্ট আধুনিক ছাতক উপজেলা গঠন করার লক্ষ্যে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য পুরাতন ও নতুন ভোটারদের প্রতি আহবান জানান। এসময় ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আখলাকুর রহমান, স্থানীয় সামছুল ইসলাম খান, সুন্দর আলী বুলবুল, যুক্তরাজ্য প্রবাসী পীর মতিন মিয়া মনির, স্থানীয় শাহীনুর রাজা চৌধুরী, কবির মিয়া, আলহাজ্ব চন্দন মিয়া, আব্দুল আওয়াল, আব্দুল হেকিম, আলতাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply