সেলিম মাহবুব,সিলেট:
দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তমাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খুনি লিটনের ফাঁসির দাবিতে যুব ফোরাম দোয়ারাবাজার উপজেলা শাখার পক্ষ থেকে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে। সোমবার (৬ মে ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যুব ফোরাম ও দোয়ারা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। এ সময় একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় তমা আক্তারকে পান্ডার গাও গ্রামের নিজ বাড়িতে ধর্ষণ ও হত্যা করা হয়। ধর্ষণের পর কলেজছাত্রী তমা আক্তারকে শ্বাসরুদ্ধ করে খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে ধৃত আসামি লিটন আহমদ। তমা আক্তার পান্ডার গাও গ্রামের ফরিদ আহমদের কন্যা। পুলিশ তমা হত্যার আসামি লিটন আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। খুনি লিটন আহমদ সুনামগঞ্জ সদর উপজেলার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে।
Leave a Reply