সেলিম মাহবুব,সিলেট:
ছাতক উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে আগামী ২৯ মে। আজ রবিবার (১২ মে) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত একজন প্রার্থী তার দাখিলীয় মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।জেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, ছাতক উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান তার দাখিলকৃত মনোনয়ন পত্র প্রত্যাহার করে আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এ দিকে গত ৫ মে রবিবার মনোনয়ন পত্র বাছাই পর্বে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার মনোনয়ন পত্র ঋণ খেলাপির কারণে প্রাথমিক ভাবে বাতিল করা হয়। ১২ মে রবিবার পর্যন্ত তার মনোনয়ন পত্র বৈধতার কোন কাগজ-পত্র রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায় নি বলে সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় সুত্র নিশ্চিত করেছে। বর্তমান অবস্থায় ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, আওলাদ আলী রেজা, রফিকুল ইসলাম, মোঃ মাহমুদ আলী ও আমজাদ আলী। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি বলে জানা গেছে।প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯ জন আব্দুল জব্বার খোকন, আতাউল হক, মোঃইজাজুল হক রনি, আব্দুস ছামাদ, আফজাল হোসেন, শহিদুজ্জামান শিপলু, আব্দুল্লাহ আল মামুন, মোঃ নজরুল ইসলাম ও রাকিব আহমদ। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন একমাত্র প্রার্থী লিপি বেগম। তার দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করেন নি। কাজেই তাকে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আগামী কাল ১৩ মে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হবে।
Leave a Reply