মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ং মাইজগাঁও ইউনিয়নের পুরানগাঁও গ্রামের নবীন সংঘের সাবেক কৃতি খেলোয়াড় হুমায়ুন রশীদ দিপু. ও মোঃ সোয়েল খানের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সম্পাদনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নবীন সংঘের সাবেক সভাপতি হেলাল আহম এলাকার বিশিষ্ট মুরব্বি জলাল আহমদ. নবীন সংঘের আহ্বায়ক ফজল খান সাজু. নবীন সংঘের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন. পুরানগাও জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা ইয়া ইয়া. সাবেক কৃতি খেলোয়াড় বিলাল আহমদ. সাব্বির আহমদ. অমি আহমদ.সিমুন আহমদ. জাবের আহমদ. আরিফ. অমিত আহমদ. সামুন আহমদ. নাদিম. নাহিদ আহমদ. আব্দুল. তুহিন. এহসান উদ্দীন. জাগি আহমদ. ইয়াসিন আহমদ. প্রমুখ
এসময় নবীন সংঘের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রান্স প্রবাসী হুমায়ুন রশীদ দিপু বলেন আমি জীবনের তাগিদে প্রবাসে যেতে হচ্ছে কিন্তু আমার এলাকার ও নবীন সংঘর সদস্য বৃন্দ ও এলাকার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব রেখে প্রবাসে যেতে হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি আশা করি সব সময় প্রবাসে থেকেও আমি সবার সাথে সবসময় যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ।
Leave a Reply