ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মাথা পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫ টায় ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স ৩০-৩৫ বছরের মতো হবর। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিএম ফিরোজ ওয়াহিদ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন ঠাকুরগাঁও পুরাতন বাসষ্ট্যান্ড থেকে একটি মালবাহী ট্রাক গড়েয়ার দিকে যাচ্ছিল এমন সময় পুলিশ লাইনের সামনে এসে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি
মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের নীচে চাপা পড়ে মাথা থেতলে মোটরসাইকেল আরোহী মারা যায়। এ সময় তার মুখের আকৃতি বিধস্ত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে । দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল টির নাম জংশন ৮০ সিসি, নম্বরঠাকুরগাঁও-হ-১৩-৩৮০৯। পরে পুলিশ ধাওয়া করে কালিবাড়ি ব্রিজের কাছে ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাক চালক পালিয়ে যায়। সদর থানার অফিসার ইনচার্জ আরো জানান, ঘটনাস্থলেই ট্রাকের নীচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসা হয়েছে । লাশের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্তের কাজ করা হবে।
Leave a Reply