মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের সিংড়ায় একটি বৈদ্যুতিক সেচ পাম্প (মোটর) চুরির ঘটনার সাথে জড়িত দুই সদস্যকে আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৮ মে) বিকেলে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল বৈদ্যুতিক সেচ পাম্প (মোটরসহ) তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন,
১।মোঃ দুদু মিয়া (৪২) পিতা মৃত আবুল কালাম।
২। দুলাল চন্দ্র উরাঁও (৩৬) পিতা মৃত কুমার চন্দ্র উরাঁও, উভয়ের সাং -রাতাল, থানা সিংড়া,জেলা নাটোর।
জানা যায়, গত ২৬ মার্চ মঙ্গলবার(১৫ রমজান) দিবাগত রাতে সুকাশ ইউনিয়নের জিয়া পাড়া গ্রাম হতে মোঃ কাজল পিতা ইদ্রিস আলী তাহাদের সেচ পাম্প (মোটর)দিয়ে ধান চাষের কাজ করাকালীন রাতের যেকোন সময় সেচ পাম্প মোটর টি চুরি হয়।তার কিছুদিন পরেই ৭ এপ্রিল (২৭ রমজান) রবিবারে রাতাল গ্রামের মোঃ নুরনবী পিতা খিজির মুন্সি তাহাদের একটি সেচ মোটর চুরি হয়। পরে ওই গ্রামের কিছু লোকজন দুদু মিয়ার অটোভ্যান আটকিয়ে নিয়ে তাকে বললে সে চুরির ঘটনা স্বিকার করে।
পরে চুরির সাথে জড়িত দুইজন আসামিরা নুরনবী কে একটি সেচ পাম্প মোটর বের করে দেয়।কিন্ত সেই মোটর টি নুরনবীর না হওয়ায় জানাজানি হলে খোঁজ পাওয়া যায় জিয়াপাড়া গ্রামের কাজল পিতা ইদ্রিস আলী তাহাদের চুরি হয়ে যাওয়া বৈদ্যিতিক সেচ পাম্প (মোটর) বলে জানা যায় ।
এলাকাবাসী জানায় ওই এলাকায় আরও ২০/২৫ জনের সেচ মোটর হাড়িয়েছে দুই মাসে।
পরপর দুইবার বিচারের তারিখ ধার্য করেও বিচার হয়নি মোটর মালিকেরা সেচ মোটর ও পায়নি বলে জানা যায় ।
নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মে ২০২৪ ইংরেজি তারিখ শনিবার বিকেলে গোপন সংবাদ এর ভিক্তিতে পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি অভিযান পরিচালনা করে ১নং আসামির নিজ বসতবাড়ী হতে আসামির দেওয়া তথ্য মতে চুরিকৃত বৈদ্যুতিক সেচ পাম্প (মোটর) উদ্ধার সহ দুইজন আসামীকে আটক করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply