সেলিম মাহবুব,সিলেট:
ছাতক লাইমষ্টোন এন্ড সাপ্লায়ারর্স গ্রুপের সিনিয়র সহ সভাপতি মরহুম মাহতাব মিয়া, সহ সভাপতি মরহুম আলফু মিয়া এবং সদস্য মরহুম মইন উদ্দিন আহমদ স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা ছাতক লাইমষ্টোন এন্ড সাপ্লায়ারর্স গ্রুপের উদ্যোগে গ্রুপের কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট এবং এফবিসিসিআই’র ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট এন্ড ট্রানসিপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এফবিসিসিআই’র বন্দর ও নৌ-পরিবহন সংক্রান্ত স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাসের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী, গ্রুপের সদস্য সৈয়দ আহমদ, গ্রুপের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন, ফাইনেন্স সেক্রেটারী আলী আমজদ, মরহুম মাহতাব মিয়ার ভাই দুলু মিয়া প্রমুখ। মরহুম ব্যবসায়ী নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বলেন মাহতাব মিয়া, আলফু মিয়া সহ সিনিয়র নেতৃবৃন্দের অকাল মৃত্যুতে নেতৃত্বে যে শুন্যতার সৃষ্টি হয়েছে, তাদের আদর্শিক দিকগুলো অনুসরণ করে প্রিয় সংগঠন ছাতক লাইমষ্টোন এন্ড সাপ্লায়ারর্স গ্রুপের কার্যক্রম এগিয়ে নিতে হবে। শোক সভায় গ্রুপের সদস্য সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply