সেলিম মাহবুব,সিলেট:
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আজ বুধবার ভোট গ্রহন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন চলবে। উপজেলার ৩ লাখ ১০ হাজার ৪৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের কাংখিত প্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ১৩৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৩৪২ জন। ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকাল থেকেই দূরবর্তী কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের সরঞ্জাম সহ পুলিশ-আনসার বাহিনী এবং প্রিজাইডিং, পুলিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। উপজেলা সদরের নিকটবর্তী কেন্দ্রগুলোতে বুধবার সকালে অর্থাৎ ভোট গ্রহনের অন্তত ১ ঘন্টা আগে ভোটের সরঞ্জাম সহ সংশ্লিষ্টদের পাঠানো হবে বলে জানা গেছে। নির্বাচন অবাধ ও সুষ্ট রাখার জন্য নেয়া হয়েছে সব ধরনের আইনী ব্যবস্থা। রাখা হয়েছে ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আনসার, পুলিশ, বিজিবি, র্যাব ও স্ট্রাইকং ফোর্স। এ ছাড়া রয়েছে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে উপজেলার ১০৩ টি কেন্দ্রের মধ্যে উল্লেখ করার মতো কোন ঝুকিপূর্ণ কেন্দ্র নেই। তবে প্রার্থীরা ব্যক্তিগতভাবে কিছু কেন্দ্রকে ঝুকিপূর্ণ বলে দাবী করেছেন জানা গেছে। এর মধ্যে একজন প্রার্থী নাম উল্লেখ করে ১৬টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবী করে একটি লিখিত আবেদন দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে। ৬ষ্ট ধাপের এ উপজেলা নির্বাচনে এখানে চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওলাদ আলী রেজা আনারস, রফিকুল ইসলাম কিরন কাপ-পিরিচ, আবু সাদাত লাহিন ঘোড়া, মাহমুদ আলী মোটরসাইকেল ও আমজদ আলী হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আতাউল হক বই, ইজাজুল হক রনি বৈদ্যুতিক বাল্ব, আব্দুল জব্বার খোকন উড়োজাহাজ, আফজাল হোসেন মাইক, শহিদুজ্জামান টিউবওয়েল, আব্দুস সামাদ চশমা, রকিব আহমদ তালা, নজরুল ইসলাম টিয়াপাখি ও আব্দুল্লাহ আল মামুন পালকি প্রতীক নিয়ে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদেপ্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বতর্মান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান, ভোট অবাধ ও সুষ্ট করার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়ের করা হয়েছে ৬ জন পুলিশ সহ পর্যাপ্ত আনসার বাহিনীর সদস্য। এ ছাড়া র্যাব, বিজিবি, স্ট্রাকিং ফোর্স এবং ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম কেন্দ্রগুলোতে মোবিং করবে। কন্ট্রল রুম থেকে কেন্দ্র ওয়ারী প্রাপ্ত ফলাফল নিয়মিত ঘোষনা করা হবে। শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি রাখা হয়েছে।
Leave a Reply