মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
শুভ জন্মদিন ” শুভ জন্মদিনে শুভকামনা রইলো, শুভহোক সাইফা ইসলাম সোহানার দীর্ঘায়ু
জীবন, আজ রবিবার ২৬ মে, রাত আনুমানিক ৮টার সময়
সাইফা ইসলামের ৭ বছর পেরিয়ে ৮বছরে পদার্পনের মধ্যে দিয়ে নিজ বাসায় ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানিকভাবে শুভ জন্মদিন পালন করেন -সাইফা ইসলাম সোহানার দীর্ঘায়ু জীবন কামনা করে তার মাথার মনি বাবা, চোখের কাজল তার মা
ও যাদের পায়ের তলে সাইফা ইসলামের জান্নাত সেই বাবা -মায়ে দুজনে মিলে তাদের কলিজার টুকরো মামনির জন্য আন্তরিক ভাবে মহান রাব্বুল আলামীনের নিকট
মোনাজাতে দোয়া করেন এবং তার দীর্ঘায়ু জীবন কামনা করেন। শুভ জন্মদিনের কথা শুনে সংবাদ কর্মী মামুন হোসাইন, সাইফা ইসলামের জন্য আন্তরিক ভাবে দোয়া করেন এবং আল্লাহ তায়ালা যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন ও লেখা পড়া করে যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং তার মা-বাবার মুখ উজ্জ্বল করতে পারে ও আল্লাহর নেক্কার বান্দি হয়ে জীবন যাপন করতে পারেন এই দোয়া করেন তিনি। শুভ জন্মদিন, শুভহোক সাইফা ইসলাম সোহানার দীর্ঘায়ু জীবন।
শুভকামনা ও আন্তরিক শুভেচ্ছা রইলো সাইফা ইসলাম সোহানার পরিবারের প্রতি , ভালবাসা অভিরাম।
Leave a Reply