মোহাম্মদ মাসুদ
ফেনী’র সোনাগাজী এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন ট্রাক, মিনি ট্রাক ও সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে ০২ জন মূলহোতা সহ মোট ০৮ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
৮ জুন বিকেল ৪টায় অভিযানে সোনাগাজী থানাধীন এলাকা হতে আসামি ১। ১ম মূলহোতা মোঃ জসিম উদ্দিন (৩০), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-উত্তর চর চান্দিনা, ২। একেএম মাইনুল হক চৌধুরী মাঈনুদ্দীন (৩৭), ৩। এ কে এম মোফাজ্জল হক চৌধুরী(৪৮), উভয় পিতা-মৃত ফজলুল হক চৌধুরী, উভয় সাং-চর গনেশ, ৪। মোঃ শহিদুল ইসলাম (৩৪), পিতা-মোঃ হাবিবুল্লাহ, সাং-পূর্ব চর গনেশ, ৫। নুর করিম (২৭), পিতা- মৃত সিদ্দিক আহম্মদ, সাং- তুলাতুলী, ৬। সিরাজুল ইসলাম (৪২), পিতা-মৃত আব্দুস সালাম, সাং-পূর্ব সুজাপুর, ৭। ২য় মূলহোতা মোঃ এমরান হোসেন (৩৬), পিতা- আব্দুস শুক্কুর, সাং- মির্জাপুর, এবং ৮। রবিঊল হক (২৯), পিতা- করিমুল হক, সাং-রামচন্দ্রপুর, সর্ব থানা- সোনাগাজী ও জেলা-ফেনী’দের আটক করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়,অধিনায়ক, র্যাব-৭,বরাবর মর্মে কিছু অভিযোগের জেরে ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম মহানগরী সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা উত্তোলন করা হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজির শিকার হচ্ছে পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সা। এছাড়াও বিভিন্ন সময় আরও কিছু চাঁদাবাজির অভিযোগ র্যাব-৭, কর্তৃক গৃহীত হয়। অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদে সোনাগাজী থানাধীন ডাক বাংলো কলেজ রোড এবং জিরো পয়েন্ট সাকিনস্থ এলাকায় কতিপয় চাঁদাবাজ বিভিন্ন পরিবহন চালকদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায়কালে অভিযুক্তদের আটক করে।
জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী বিভিন্ন গাড়ী হতে আদায়কৃত নগদ ৪৯,৮০৫ টাকা এবং বিভিন্ন নামে-বেনামে কাটা মিথ্যা রশিদ উদ্ধার সহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সোনাগাজী থানাধীন ডাকবাংলো কলেজ রোডস্থ এবং জিরো পয়েন্ট সাকিনস্থ এলাকায় বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বে-নামে মিথ্যা রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমান অর্থ চাঁদাবাজি করে আসছিল।
আটক আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী জেলার সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply