সেলিম মাহবুব,সিলেট:
জাতীয় ফুটবল দলে অংশ গ্রহণ করে দেশ-বিদেশে খেলতে আগ্রহী হয়ে স্থানীয় মাঠে ঘাম ঝরিয়ে যাচ্ছে হাসান আহমদ। সে ফুটবলকে ভালোবাসে এবং ফুটবল খেলা নিয়ে ব্যস্ত থাকে। তার স্বপ্ন জাতীয় দলের একজন ফুটবলার হয়ে দেশ-বিদেশে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে দেশ ও এলাকার সুনাম অর্জন করা। হাসান আহমদ সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের বাসিন্দা। বয়স সাড়ে ১৭ বছর।উচ্চতা ৫.৯ ফুট। খেলার পজিশন ব্যাক ডিফেন্ডার বর্তমানে সে পদ্মা স্পোর্টিং ক্লাব মৈশাপুরের নিয়মিত খেলোয়াড়।
একজন ভালো খেলোয়াড় হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। সুযোগ পেলে জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী সে। ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী হয়ে হাসান আহমদ ইউনিয়ন, উপজেলা ও বঙ্গবন্ধু ফুটবল কাপ সহ বিভিন্ন প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে বার বার অংশ গ্রহণ করেছে। এবং সুনাম ও কুড়িয়েছে। মোঃ হাসান আহমদ জানায় তার প্রিয় দল আর্জেন্টিনা পছন্দের খেলোয়াড় লিওনেল মেসি ও পছন্দের ক্লাব মেনচেষ্টার সিটি। উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর পদ্মা স্পোর্টিং ক্লাবের একজন নিয়মিত খেলোয়াড় সে।
Leave a Reply