সেলিম মাহবুব:
কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার তেলিখাল ইউনিয়নের ডাকাতিবাড়ি গ্রামে পানি বন্দী পরিবারের মধ্যে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বন্যার্তদের মাঝে পুলিশের টিম শুকনো খাবার বিতরণ করছে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম দস্তগীর আহমেদ, ওসি (তদন্ত) মনিরুজ্জামান খাঁন সহ থানা পুলিশের একটি টিম।কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ গোলাম দস্তগীর আহমেদ জানান, পুলিশ সুপারের নির্দেশ ক্রমে তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। মঙ্গলবার ও ১০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন তারা। বন্যা না নামা পর্যন্ত ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি গোলাম দস্তগীর আহমদ।
Leave a Reply