মোহাম্মদ মাসুদ
বান্দরবান-থানচি সড়কের জীবননগর নীল দিগন্ত পাহাড় থেকে বিআররিসির একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। খবর পেয়ে বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজে যোগ দেয়।
২১ জুন (শুক্রবার) রাত ০৮.২৫টায় বান্দরবান-থানচি রোডে জীবননগর ঢাল এলাকায় বান্দরবান হতে থানচিগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী রাস্তা হতে প্রায় ১০০০ ফুট নিচে পড়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেছে বিজিবি। নিহত ব্যক্তির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে ২টি বি টাইপ টহল (৩০ জন) দুর্ঘটনাস্থলে ছুটে যায়। বিজিবি ও স্থানীয় জনসাধারণের সহায়তায় প্রায় ১০০০ ফুট নিচু হতে ০১ জনকে মৃত অবস্থায় এবং ০৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত ০৪ জনকে বিজিবি’র মেডিকেল টিম কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার নিমিত্তে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং মৃত ব্যক্তির লাশ পুলিশের নিকট হস্তান্তরের করা হয়। তথ্য নিশ্চিত করেছেন,অধিনায়ক ও কমান্ডার বলিপাড়া জোন ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) লেঃ কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি।
এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থানচি জরুরি নাম্বারে যোগাযোগে বলেন, সাব ষ্টেশন ম্যানেজার মোঃ ইসমাইলের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করছে। এই পর্যন্ত আহত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (থানচি) কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন,একটি এম্বুলেন্স পাঠানো হয়েছে দুর্ঘটনার খবর পাওয়ামাত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন
খবর পাওয়ার পর পর ছুটে যান ঘটনাস্থলে ।
Leave a Reply