সেলিম মাহবুব,সিলেট:
সিলেটে গোয়াইনঘাট উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। রবিবার (২৩ জুন ) দুপুর একটার থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সোনাটিলায় বিভিন্ন বাড়িতে টাস্কফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়ি থেকে ১২ হাজার ৭০০ কেজি পরিমাণ ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৫ হাজার টাকা। পরে আইন ও বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমাদানের জন্য তামাবিল শুল্ক কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ সাইদুল ইসলাম।
অভিযানে অংশ নেন তামাবিল শুল্ক কর্তৃপক্ষের পক্ষে গুদাম কর্মকর্তা (সহকারী রাজস্ব কর্মকর্তা) মো. মামুন শেখ, ৪৮ বিজিবি সিলেটের নায়েব সুবেদার মো.শহিদুল আলম এবং গোয়াইনঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম। অভিযান চলাকালে স্থানীয় জন প্রতিনিধিগণ ও উপস্থিত ছিলেন।
Leave a Reply