সেলিম মাহবুব,সিলেট:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আবারো ভারত থেকে অবৈধ পথে আনা ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ। নৌকায় করে আনা ১১১ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার (২৬ জুন) ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ইউনিয়নের বাউরবাগ স্কুলের সামনে সবড়ু নদী এলাকায় অভিযান চালিয়ে দু’টি নৌকা থেকে ১১১ বস্তা চিনি উদ্ধার করে জব্ধ করা হয়। থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, চোরাচালান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। নৌকা সহ চিনি জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply