সেলিম মাহবুব,সিলেট:
শ্রমিক আটকের প্রতিবাদে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করেছেন কোম্পানিগঞ্জ ট্রাক-পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। মঙ্গলবার (২৫ জুন ) সকাল ৭ টা থেকে কোম্পানিগঞ্জের বউ বাজার, টুকেরবাজার, লাছুখাল, থানাবাজার ও বর্নি এলাকায় সড়কের মধ্যখানে ট্রাক আড়া আড়িভাবে রেখে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে এই সড়কে চলাচলকারী রোগীবাহী গাড়ী, পর্যটক সহ হাজার-হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। খোঁজ নিয়ে জানা যায়, ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের সাদা পাথর চুরি করে নিয়ে যাচ্ছে একটি মহল। সে পাথর পরিবহনের অভিযোগে সোমবার রাত সাড়ে ১১ টায় সিলেট ভোলাগঞ্জ সড়কের হাইটেক পার্ক এলাকা থেকে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে একটি টিম সাদা পাথরবাহী ট্রাকসহ তিন জনকে আটক ও মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনার জেরে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সড়ক অবরোধ করে শ্রমিকদের মুক্তি ও কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদের প্রত্যাহার দাবি করেন। টুকের বাজারের কাঁচামাল ব্যবসায়ী শুভ আহমদ বলেন ভোর সকালে সিলেট শহর থেকে কাঁচামাল নিয়ে ৮টার দিকে কোম্পানিগঞ্জের বর্নি এলাকায় এসে সড়কের মাঝে আটকা পড়েন তিনি। গাড়ীতে কাঁচামাল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। বেলা ১২টার দিকে সড়ক অবরোধ সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করা হলে তিনিসহ অনেকেই গন্তব্যে স্হানে যেতে পারেন। কোম্পানিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদ জানান, ভোলাগঞ্জ থেকে যারা পাথর চুরি করে পুলিশ তাদেরকে আটক করে না। আমাদের ট্রাক চালক ও শ্রমিকেরা ভাড়ায় মালামাল পরিবহন করে তাদেরকে আটক করে হয়রানি করছে। আমরা শ্রমিকদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছি। কোম্পানিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, পুলিশকে ম্যানেজ করেই পাথর চোরেরা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর নিয়ে যায়। থানা পুলিশ যারা পাথর চুরি করে তাদেরকে আটক না করে আমাদের সাধারণ ট্রাক শ্রমিকদের আটক করেছে। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে থেকেই পাথর চুরি হয়। কোম্পানিগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর পাথর চোর দের কাছ থেকে চাঁদা আদায় করেন বলে তাদের আটক না করে আমাদের ভাড়াটিয়া গাড়ী চালক ও শ্রমিকদের আটক করছে। আমরা এই ওসির প্রত্যাহার দাবি করছি। কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মজির উদ্দিন জানান, সকাল ৭ টা সড়ক অবরোধের খবর পেয়ে শ্রমিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে বেলা১২ টার দিকে শ্রমিকদের দাবি পূরণ করার আশ্বস্তে সাময়িক সময়ের জন্য তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে।শ্রমিক নেতারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে তাদের ড্রাইভার ও শ্রমিকদের মুক্তি না দেওয়া হলে আগামীকাল বুধবার আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করার হুমকি দিয়েছে তারা। এব্যাপারে শ্রমিক নেতাদের নিয়ে উপজেলা পরিষদে আলোচনা বসা হয়েছে। আশা করি একটি সুন্দর সমাধান হবে।
Leave a Reply