সেলিম মাহবুব,সিলেট:
দোয়ারা উপজেলার সাইটিং থেকে শান্তিপুর ও ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর এবং বাহাদুরপুর ১লক্ষ ৭৫ হাজার ছাড়া বিট ফরেস্টের বাগানের ১৫ কিলোমিটারে ১৫ হাজার ছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে বলে জানান ছাতক-দোয়ারা বিট কর্মকর্তা আইউব খান তিনি আরো বলেন তার ফরেস্টের মোট ক্ষতি হয়েছে ১৭ লক্ষ টাকা। স্হানীয় আব্দুজ জব্বার খোকন ও আবুল কালাম এবং আব্দুস সাত্তার জানান ছাতক – দোয়ারা উপজেলার ফরেষ্টের দুটি বাগানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
Leave a Reply