সেলিম মাহবুব,সিলেট:
সরকারী প্রতিশ্রুতি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক-দোয়ারার চলমান রয়েছে কোটি-কোটি টাকার উন্নয়ন কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় এখানেও চলছে উন্নয়ন যজ্ঞ। ছাতক-দোয়ারার চলমান এ উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে উপজেলা পরিষদের নব নির্বাচতিদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের নেতৃত্ব বাচাই করার নাম হচ্ছে নির্বাচন। নির্বাচনের পরে নির্বাচনী এলাকার সকল মানুষের প্রতিনিধি হোন নির্বাচিত ব্যক্তি। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সাথে নিয়েই উপজেলার উন্নয়নে অবদান রাখার জন্য নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি আহবান জানান তিনি। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যাদ্বয়ের দায়িত্ব গ্রহন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিকএসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্ব গ্রহন ও হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরন, ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুস সামাদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ। এসময় ছাতক পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, বিল্লাল আহমদ, সাইফুল ইসলাম, অদুদ আলম, আবু বক্কর সিদ্দীক, আব্দুল হক, নূরুল আলম, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, আফজাল আবেদীন আবুল, জেলা পরিষদ সদস্য হাজী সায়েদ মিয়া, ইউপি সদস্য শফিক মিয়া, আমতর আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল আওয়াল, নজমুল হোসেন, আব্দুল খালিক, সুনু মিয়া, মুরাদ আহমদ সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহন শুরুর আগে প্রথম সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। সভায় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply