সেলিম মাহবুব,সিলেট:
ছাতকের ফকিরটিলা-বেদেপল্লীতে দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় একই পক্ষের ৩ জন আহত হয়েছেন।গুরুতর আহত আনোয়ার হোসেন ও স্বপ্না বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নুর ইসলামকে ছাতক উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় এক সুত্রে জানাগেছে, বেদে পল্লীর বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র নুর আলম ও তাহের আলীর পুত্র বুরহান উদ্দিন জালালীর মধ্যে আজ সোমবার ১ জুলাই বিকাল অনুমান ৪.০০ ঘটিকার সময় নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ত্রাণ বিতরণের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় বুরহান উদ্দিন জালালী সহ তার পক্ষের লোকজন ফকির টিলা বেদেপল্লীতে আনোয়ার হোসেনের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করেছে। হামলায় আহত হয়েছেন আনোয়ার হোসেন, স্বপ্না বেগম ও নুর ইসলাম। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নুর আলম জানান, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে বেদে পল্লীর সকল প্রকার সরকারি সহায়তার মালামাল দীর্ঘদিন যাবত একাই ভোগ করে যাচ্ছে বুরহান উদ্দিন জালালী ও তার লোকজন। এতে বেদে পল্লীর বাসিন্দারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়টি নিয়ে ইউনিয়ন অফিসে কথা কাটাকাটি হয়। চেয়ারম্যান অফিস থেকে বাড়িতে ফিরে আসার পর পর আমাদের উপর আকষ্মিক ভাবে হামলা করেছে জালালি, জুবায়ের, মুহিবুল, সাকিব, রাজা সহ পুরুষ-মহিলা মিলে অন্তত ১৫/২০ জনের মতো লোক। তাদের হামলায় মহিলা সহ ৩ ব্যাক্তি আহত হয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মছব্বির আলী জানিয়েছেন, ইউ পি কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর জের ধরে বাড়িতে এসে তারা মারামারিতে জড়িত হয়েছে শুনেছি। বিষয়টি আপোষ নিষ্পত্তির জন্য চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply