মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল লাইন ম্যান, মিটার রিডার কাম ম্যাসেন্জারদের চাকরি চুক্তি হতে মুক্তি চেয়ে চাকরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি কার্যক্রমের ৩য় দিনে এই কর্মবিরতি পালন করে। আজ বুধবার সকালে নাটোর সদরের ফুলবাগান নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে “চুক্তি হতে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই” এই শ্লোগান নিয়ে কর্মবিরতি কর্মসুচি শুরু করেন তারা।
এসময় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল লাইন ম্যান, মিটার রিডাররা উপস্থিত ছিঠলেনর। তারা তাদের চুক্তি ভিত্তিক থেকে মুক্তি দিয়ে নিয়মিত চাকরির দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক ডি জি এম বাগমারা জোনাল অফিস মোড়স্থ আমিনুর রাশেদ, মিটার রিডার কাম ম্যাসেনজার জালাল উদ্দিন, জামাল উদ্দিন, নূর আলম, হাকিম আলী সহ সকল ভুক্তভোগী বৃন্দ। তারা অতি দ্রুত তাদের এই দাবী পূরণে সংশিবষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের হস্ত্রক্ষপ কামনা করেন।
Leave a Reply