মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের পাটুল হালতির বিলে দি ওয়েসিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সিরাজুল ইসলাম পিপি,জেলা আওয়ামীলীগের সদস্য দীলিপ কুমার দাস ,দি ওয়েসিজ৷ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর স্বতাধিকারী আশফাকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, মাসুদুর রহমান সহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন নাটোরের নলডাঙ্গায় পাটুল হালতির বিল মিনিকক্সবাজার নামে খ্যাত কিন্তু এখানে ভালো কোন হোটেল ছিলো না।
ফলে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসে বিড়ম্বনায পড়তে হতো। এই হোটেল তৈরি হওয়ার ফলে পর্যটকদের অনেক সুবিধে হবে। পাটুল হালতির বিলকে দেশের বিভিন্ন জায়গায় চিনতে সাহায্য করবে। নাটোর জেলায় ভালো ভালো বিনোদনের জায়গা আছে কিন্তু ভালো হোটেল না থাকায় পর্যটকরা নাটোরে আসেনা এজন্য সমাজের বিত্তবানদের ভালো ভালো হোটেল তৈরি করার জন্য অনুরোধ জানান।
Leave a Reply