সেলিম মাহবুব,সিলেট:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের দুরন্ত মেয়ে রুশনারা আলী ব্রিটেনের রাজনীতিতে রেকর্ড গড়েছেন। টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হলেন ৪৯ বছর বয়সী এই ব্রিটিশ-বাংলাদেশী নারী। তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি।
কষ্টার্জিত নির্বাচন বিজয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন রুশনারা আলী। সেদিন নাম ঘোষণার সময় তার চোখে পানি ছিল। বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে তিনি লেবার পার্টি থেকে নির্বাচন করে ব্রিটিশ পার্লামেন্টে ৫ম বারের মতো এমপি নির্বাচিত হন। তিনি নির্বাচনে ভোট পেয়েছেন মোট ১৫ হাজার ৮৯৭। এ আসনটিতে তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা খান ৪ হাজার ৭৭৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। যুক্তরাজ্যের এই সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লেবার পার্টি। ২০১০ সাল থেকে এর আগে টানা ৪ বার ব্রিটেনে এমপি নির্বাচিত হন রুশনারা আলী। ২০১০ সাল থেকে ব্রিটেনে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮০ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের আপ্তাব আলী, স্ত্রী-সন্তানদের বৃটেনে নিয়ে যান। তখন রুশনারা আলীর বয়স ছিল মাত্র সাত বছর। তিনি লন্ডনের মালবেরি স্কুলস অব গার্লস ও টাওয়ার হ্যামলেটস কলেজে শিক্ষা লাভ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন্স কলেজে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন। ভুরকি গ্রামে এখনও তাদের তিন একর জমির একটি বাড়ি রয়েছে।
Leave a Reply