সেলিম মাহবুব,সিলেট:
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার, তাদের পাসপোর্ট জব্দ, জড়িতদের বিরুদ্ধে দ্রুত দুর্নীতির মামলা দায়ের এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের বিধান দ্রুত কার্যকর ও তাদের দুর্নীতি রোধে ন্যায়পাল কার্যক্রম চালুর দাবিতে সিলেট শহরে সমাবেশ ও নাগরিক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রাণনাশের হুমকিদাতাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আজ সোমবার ( ৮ জুলাই ) বিকালে সিলেটের নগর ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নগরে নাগরিক মিছিল বের করা হয়। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ নেছারুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অস্বাভাবিক সম্পদ গড়ার দায়ে অভিযুক্ত আলোচিত সাবেক সেনা প্রধান আজিজ, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার, ডি এম পি প্রধান আসাদ্দুজামান মিয়া, এনবিআর সদস্য মতিউর রহমান, ফায়সালের মতো মানুষরূপীরা এখনো গ্রেফতার হয়নি কেন? দেশবাসী এসব জানতে চায়। বক্তারা আরো বলেন, ডিএমপি প্রধান আসাদুজ্জামান মিয়ার যত সম্পদ, জেনারেল আজিজের এনআইডি কার্ড জালিয়াতিসহ দুর্নীতির তেলেসমাতি, এনবিআরের আরেক সদস্য ফয়সালের শশুর-শাশুড়ির নামে ১৮ টি ব্যাংকে জমা ১৯ কোটি টাকা, স্বজনদের ব্যাংক হিসাবে ৫০ কোটি টাকা রয়েছে। এসবই হয়েছে দু’বছর অন্তর-অন্তর সরকারের নিকট সম্পদের হিসাব দাখিলের বিধান কার্যকর না থাকায়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন কোন দিন নেই, সরকারি প্রতিষ্ঠানগুলোতে শত-শত কোটি টাকার অনিয়ম ও গচ্চার খবর নেই। বক্তারা অবিলম্বে সংবিধানে থাকা ন্যায়পাল কার্যক্রম চালুর দাবি জানানোর পাশাপাশি বলেন, অস্বাভাবিক সম্পদ অর্জনকারীরা বিদেশ চলে গেলে বিচারের সময় আইনজীবী নিয়োগ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে না-এমনটি করা গেলে বিচার দ্রুত শেষ করা যাবে। সমাবেশে সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেফতার, পাসপোর্ট জব্ধ, দ্রুত দুর্নীতির মামলা দায়ের, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির দাখিলের বিধান দ্রুত কার্যকর ও তাদের দুর্নীতি রোধে ন্যায়পাল কার্যক্রম চালু এবং ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার না করলে পুণ্যভূমি সিলেট থেকেই হরতালের মত কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
Leave a Reply