হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (১১ জুলাই) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা,
উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, কোচল বিওপি কমান্ডার হাবিলদার মাসুদ রানা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল।আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জিতেন চন্দ্র রায় ও আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীসহ অনেকে। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি তার বক্তব্যে বলেন আমার থানয় পুলিশ সদস্যদের সংখ্যা কম হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে। সভায় ইউএনও গত মাসের আইনশৃঙ্খলার বিবরণী পড়ে শুনান। প্রসঙ্গত: এদিনের আইনশৃংখলা কমিটির সভায় পাটগাঁও গ্রামে গরু চুরি, পৌরশহরে আলম ব্যাটারির দোকানে দিনে দুপুরে ২০ লক্ষ
টাকা চুরি, ভরনিয়া মাদ্রসায় ছাত্রীর ধর্ষনের চেষ্টা,মাদ্রাসার শিশু নিখোঁজ ও উদ্ধার, পৌরশহর ও নেকমরদ চৌরাস্তায় প্রতিদিন সন্ধ্যায় অসহ্য যানযট, হাসপাতালে সাপেকাটা রোগীর চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু, মাদকসেবিদের বিরুদ্ধে পুলিশের টহল জোরদারসহ নানান বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি তার বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের এসব সমাস্যা সমাধানের নির্দেশ এবং আইনশৃঙ্খলা জোরদারসহ উপজেলার সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply