সেলিম মাহবুব,
যদি হয় সংস্কার, পুলিশ হবে জনতার, এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য সুনামগঞ্জ জেলা পুলিশের সদস্যরা ও কর্ম বিরতি সহ নানা কর্ম সুচী পালন করছে। বৃহস্পতিবার বাদ যোহর সুনামগঞ্জ পুলিশ লাইন্স মসজিদে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য পুলিশ সদস্যদের নির্মম ভাবে হত্যার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বক্তব্য রাখেন এ এস আই হুমায়ুন, কনস্টেবল আল আমিন, জিয়া উদ্দিন প্রমূখ। এ সময় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এম এন মুর্শেদ ও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ,বাংলাদেশের পুলিশের ঊর্ধ্বতন কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের কারণে আমরা আজ জাতির কাছে ভিলেনে পরিনত হয়েছি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যাদের কারণে আজ এই অবস্থা আমরা তাদের বিচার চাই। আমরা আর কোন সরকারের আজ্ঞাবহ হয়ে চলতে চাই না। তাদের ১১ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করার দাবী ও জানান আর না হয় কোন পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেবে না।
পরে তারা ১১ দফা দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হলো,
১, বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল পুলিশসদস্য মৃত্যুবরণ করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা।
২,পুলিশ কোন সরকারের অধীনে কাজ করবে না নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের সেবা করবে।
৩,পুলিশ কোন এমপি মন্ত্রী কে প্রোটোকল দিবে না।
৪,পুলিশ কোন সিনিয়র অফিসার কে প্রোটোকল দেবে না।
৫, পুলিশ ৮ ঘণ্টার বেশি ডিউটি করবে না।
৬,পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেভাবে দ্রুত পদোন্নতি পায় ঠিক সেইভাবে অধিনস্থ কর্মচারীরিকেও দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৭,পুলিশের ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন করতে হবে।
৮, ঊর্ধ্বতন অফিসারের মত অধিনস্থ কর্মচারীদের ও সোর্স মানি দিতে হবে।
৯,পুলিশকে প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে টিএ বিল নিশ্চিত করতে হবে।
১০,পুলিশের ঝুঁকিবাতা বৃদ্ধি করতে হবে।
১১,প্রত্যেক পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলি করতে হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply