মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে শহরের বিভিন্ন বাজারে তদারকি করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিক্রেতাদের দ্রব্য মূল্যের সঠিক দাম নেওয়ার পরামর্শ দেন। আজ শনিবার বেলা ১১টা দিকে শহরের নিচাবাজার, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড়ে এই কার্যক্রম পরিচালনা করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শিক্ষার্থী নাফিজ বলেন, বাজার গুলোতে তদারকি করছে শিক্ষার্থীরা। কোন দ্রব্যর বাড়তি দাম না নিতে বিক্রেতাদের আহবান করা হচ্ছে। একইসাথে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে বলা হচ্ছে। বাজার গুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে। কোন ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে শিক্ষার্থীদের জানানোর জন্য বলা হয়েছে।
Leave a Reply