সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ মিছিল ও পথসভা অনু্িষ্ঠত হয়। শহরের বাসস্ট্যান্ড এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুরনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছেলে শেখ হাসিনা ও আওয়ামীলীগ বিরোধী শ্লোগান দেয় নেতাকর্মীরা। পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শামছুর রহমান শামছু, হিফজুর বারী শিমুল, সামছুর রহমান বাবুল, বিএনপি নেতা জয়নাল আবেদীন মহি, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, আজর আলীর মেম্বার, জাহেদুল ইসলাম আহবাব, খায়ের উদ্দিন, কুতুব উদ্দিন, কামাল চৌধুরী, জসিম উদ্দিন সালমান, আশরাফুল হক খেলন, মেহেদী হাসান সোনা মিয়া, ইলিয়াস মিয়া, আশরাফুল হক খেলন, আব্দুস ছাত্তার, ফরিদ মিয়া, স্বেচ্ছাসেবদল নেতা বাকী বিল্লাহ, আবুল হোসেন, যুবদল নেতা আব্দুর রশিদ, নোমান ইমদাদ কানন, আয়েছ মিয়া, মাছুম চৌধুরী, কামাল মিয়া, শ্রমিকদল নেতা মিন্টু ঘোষ, ছাত্রদল নেতা আব্দুল মমিন মামনুন, সাচ্ছা আবেদীন, ফয়জুল আহমদ পাবেল প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আজ আওয়ামী নৈরাজ্য থেকে মুক্ত হয়েছে। এদেশের মুক্তিকামী ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পালিয়ে দেশ ত্যাগ করেছে আওয়ামী স্বৈর শাসক শেখ হাসিনা। নতুন প্রজন্ম এক নতুন স্বাধীনতা অর্জন করে বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply