সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে সুরমা নদীর পাড়ে খোলা আকাশের নিচে ফেলে যাওয়া নবজাতক শিশুটি এখন হাসপাতালে ডাক্তার হেফাজতে রয়েছে। ডাক্তার-নার্সদের যথাযথ চিকিৎসা সেবায় মেয়ে নবজাতকটি ছাতক হাসপাতালে সুস্থ্য রয়েছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর তীরে কে বা কারা ফুটফুটে এ নবজাতককে ফেলে যায়। নদীর পাড়ে মাটিতে বস্ত্রহীন অবস্থায় ফেলে যাওয়া নবজাতকটির কান্নায় এলাকার লোকজন নদীর পাড়ে এসে ভীর জমায়। নবজাতকটিকে ঘিরে রাখা লোকজন আইনী জটিলতার ভয়ে কেউ কুলে তোলে নেয়নি। এসময় মোটরসাইকেল যোগে আমেরতল যাওয়ার পথে মানুষের ভীর দেখে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আব্দুস ছালামের পুত্র মারুফ আহমদ ও তার স্বজন
ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের ফজর আলীর পুত্র মেহেদী হাসান হৃদয় ঘটনা স্থলে যায়। পরে প্রশাসনকে অবগত করে খোলা আকাশের নিচে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে যায় তারা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবত্তী জানান, হামপাতালে আনার পর নবজাতককে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ্য অবস্থায় আছে। মোট ৪দিনে নবজাতকটিকে হাসপাতালে ডাক্তারের তত্বাবধানে রাখা হবে। কেউ যদি এ নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহী হয়-তবে সেই দায়িত্ববান ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করে দায়িত্ব গ্রহন করার পরামর্শ দেন তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply