মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম : দেশের সংকটকালীন দুর্সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখনো পুরাপরি আগের মতে স্বাভাবিক হয়নি। আইন অনুযায়ী নিষিদ্ধ গাড়ি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে চলছে মহাসড়কে দিনে রাতে সব সময়। চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়, সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) কর্মকর্তা কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএমপি পুলিশ কর্তৃক বিজ্ঞপ্তি ও গণমাধ্যমে জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সব অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করছে। আগামীকাল ৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply