সেলিম মাহবুব,সিলেট:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) ৪৮ সিলেট ব্যাটালিয়ন কর্তৃক অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ঘিলাতলী নামক সীমান্ত এলাকার টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইলিশ মাছ জব্দ করে। ভারতে পাচারের সময় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
পাচারকারীরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা যায়নি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জব্দকৃত ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply