মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকছুদ আহমদ বায়জীদ পান্না।
আরও বক্তব্য রাখেন জেলা যুব জমিয়তের সভাপতি মুফতী আবু জাফর, সাধারণ সম্পাদক মুফতী নাসির উদ্দিন খান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মোঃ বাকী বিল্লাহসহ
বিভিন্ন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতিবৃন্দ।
উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পটুয়াখালীর কাউন্সিল ও সুধী সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওঃ মোঃ মোতার উদ্দিন।
কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে ইসলামি হুকুমত কায়েমের জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন, মাদ্রাসা, মসজিদসমূহ এবং ভোট কেন্দ্রসমূহে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর শক্তিশালী কমিটি গঠন করতে হবে। এজন্য সকলকে জীবন ও সম্পদ দিয়ে হলেও কাজ করতে হবে, তা না হলে ইসলামি হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
উক্ত কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে
জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা মোঃ আব্দুল হক কাওসারী সভাপতিত্ব করেন এবং পটুয়াখালী শিল্পকলা একাডেমি হলে সংক্ষিপ্ত বক্তব্য দেন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর পটুয়াখালী জেলা শাখার আগের কমিটি বাতিল করে পটুয়াখালী জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় এবং তাদের নাম ঘোষণা করেন।
উক্ত কমিটির প্রধান উপদেষ্টা
হলেন- আলহাজ্ব মাওঃ মোঃ আবু সাঈদ,খতিব বড় জামে মসজিদ পটুয়াখালী।
উপদেষ্টা আলহাজ্ব মাওঃ শাহ মোঃ ফজলুল হক,পীর সাহেব, টেংরাখালী,পটুয়াখালী সদর।
উপদেষ্টা মাওঃ মোঃ সাইফুল ইসলাম, দশমিনা,পটুয়াখালী।
সভাপতি শায়খুল হাদীস মাওঃ মোঃ আঃ হক কাওসারী সহ ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটি।
উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাইখুল হাদীস মাওলানা মোঃ আব্দুল হক কাউছারী। কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশ পরিচালনা করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মোঃ মোতাহার উদ্দীন ও সদস্য সচিব মাওঃ মোঃ উবায়দুল্লাহ ফারুক।
এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ ছাব্বির আহমেদ। এসময় জমিয়তে উলামায়ে ইসলামের প্রায় পাচঁ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply